ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নয় বছর পর ওমরাহর উদ্দেশে ইরানিদের সৌদি আরব যাত্রা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
নয় বছর পর ওমরাহর উদ্দেশে ইরানিদের সৌদি আরব যাত্রা 

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ফলে নয় বছর পর সোমবার ওমরাহ পালনের সুযোগ পেলেন ইরানের মুসলিমরা।

ইরানের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ওমরাহ পালনের জন্য তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ইরান ছেড়েছে মুসল্লিদের প্রথম দল।

তেহরান এবং রিয়াদ গত বছর চীনের মধ্যস্থতায় সমঝোতা চুক্তিতে নয় বছরেরও বেশি সময় পর দুই দেশ নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়।

ইরানিরা এরই মধ্যে গত বছর হজ যাত্রায় ফেরার অনুমতি পায়, কিন্তু ওমরাহ পালনে তাদের জন্য সীমাবদ্ধতা ছিল।

সৌদি আরব এবং শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ২০১৬ সালে শিয়া ধর্মগুরু নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর দুই দেশের সম্পর্ক ছিন্ন হয়।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো, ওমরাহ পালনের জন্য ইরানের মুসলিমদের সৌদি আরবের মক্কায় যেতে বিলম্বের কারণ হিসেবে প্রযুক্তিগত অসুবিধাকে দায়ী করেছে।

আইআরএনএ জানিয়েছে, এ বছর মোট ৫,৭২০ জন ইরানি ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন।

তেহরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনাজি সোমবার ওমরাহ পালনের উদ্দেশে রওনা দেওয়া প্রথম দলকে বিদায় জানাতে বেশ কয়েকজন ইরানি কর্মকর্তাসহ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সূত্র: ওয়ার্ল্ড গালফ নিউজ

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।