ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নেপালে প্লেন দুর্ঘটনায় ১৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
নেপালে প্লেন দুর্ঘটনায় ১৮ জন নিহত

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় সুরিয়া এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

ক্রুসহ ১৯ জন আরোহী নিয়ে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে রওনা হওয়া ফ্লাইটটি উড্ডয়নের সময় দুর্ঘটনার মুখে পড়ে।

খবর এনডি টিভি 

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে ঘন ধোঁয়া দেখা যাচ্ছে। দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) মুখপাত্র সুবাস ঝা জানিয়েছেন,  ফ্লাইটটি টেকঅফের সময় রানওয়ের বাইরে ছিটকে পড়লে এই দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজের ক্যাপ্টেন এমআর শাক্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি একটি মালভূমির শীর্ষে অবস্থিত যার চারদিকে গভীর গিরিখাত এবং উপত্যকা দ্বারা বেষ্টিত। এটি বিশ্বের ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলির মধ্যে একটি।

অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের কারণে উড়োজাহাজ পরিসেবায় বিশ্বের সবচেয়ে খারাপ নিরাপত্তার রেকর্ড রয়েছে এমন দেশ গুলোর মধ্যে নেপালের নাম উপরের দিকেই থাকে।

২০২৩ সালে, ইয়েতি এয়ারলাইন্সের একটি বিমান পোখারায় বিধ্বস্ত হলে পাঁচ ভারতীয়সহ ৭২ জনের সবাই মারা যায়।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা,জুলাই২৪,২০২৪ 
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।