ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ৩৪১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে নিহত বেড়ে ৩৪১

গত ১ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ঘটনায় সৃষ্ট দুর্ঘটনায় মোট ৩৪১ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬১৩ জন।

গত বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারি বৃষ্টিপাতে সারা দেশে ২৬ হাজার ৭৩২টি বাড়ি, ৪০টি সেতু ও বেশ কয়েকটি বিদ্যালয় আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। সেখানে প্রবল বৃষ্টিপাতের কারণে ১২৩ জন প্রাণ হারিয়েছে এবং ৩১৭ জন আহত হয়েছে। এছাড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিহত হয়েছে ৯৯ জন এবং ১৩৪ জন আহত হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে পাকিস্তানের বেশিরভাগ অংশে গরম ও শুষ্ক পরিস্থিতি অনুভূত হয়েছে। শুক্রবারের মধ্যে বর্ষা মৌসুম পুরোপুরি শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।