ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান গোয়েন্দা সংস্থার প্রধান হলেন আসিম মালিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
পাকিস্তান গোয়েন্দা সংস্থার প্রধান হলেন আসিম মালিক

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই)–এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক।  

সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ সংস্থা (আইএসপিআর) জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর তিনি দায়িত্ব নেবেন।

খবর জিও টিভির।

বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীর রাওয়ালপিন্ডির সদর দফতরে অ্যাডজুট্যান্ট জেনারেল হিসাবে কর্মরত আছেন মুহাম্মদ আসিম মালিক। তিনি ১৯৮৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। করাচির পঞ্চম কোরের জিওসি ছিলেন তিনি। এছাড়া পাকিস্তানি তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে কমান্ডার হিসাবে নেতৃত্ব দেওযার অভিজ্ঞতা আছে তার।  

পাক সেনার ডিভিশন কমান্ডার হিসাবে বেলুচিস্তানের স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযানের দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দেওয়ায় ২০২১ সালে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।