ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, জুলাই ২৮, ২০২৫
জার্মানিতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩, আহত অর্ধশত

জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় অন্তত তিনজন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।  

স্থানীয় সময় রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের রিডলিনজেন শহরের কাছে একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল মিউনিখ শহর থেকে প্রায় ১৫৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

জেলা ফায়ার সার্ভিসের প্রধান শার্লট জিলার সাংবাদিকদের জানান, নিহতদের মধ্যে রয়েছেন ট্রেনের চালক ও জার্মানির রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা ডয়চে বানের একজন কর্মী। এ ঘটনায় ৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।

ডয়চে বান কর্তৃপক্ষ নিহত ও বহু আহতের খবর নিশ্চিত করে জানায়, "অজানা কারণে " ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত চলছে এবং ঘটনাস্থলের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

জার্মানির পরিবহন খাতের পুরনো অবকাঠামো নিয়ে যাত্রীরা নিয়মিত সমালোচনা করে থাকেন। ট্রেনের বগি ফেলে যাওয়া ও নানা প্রযুক্তিগত সমস্যা এখানে সাধারণ ঘটনা। আগামী কয়েক বছরে কয়েকশ বিলিয়ন ইউরো বিনিয়োগের মাধ্যমে অবকাঠামো আধুনিকীকরণের প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

২০২২ সালের জুনে জার্মানির দক্ষিণে বাভারিয়ার আল্পাইন রিসোর্টের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হলে চারজন নিহত ও কয়েক ডজন যাত্রী আহত হন।

সূত্র: আল জাজিরা

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।