লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলায় আরও ৭২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪০০ মানুষ।
আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন।
বুধবারের হামলার পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বোমা হামলায় দেশটিতে মৃতের সংখ্যা ৬২০ ছাড়িয়ে গেছে।
এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর বিরুদ্ধে সম্ভাব্য স্থল আক্রমণের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। ইসরায়েলে সৈন্যদের উদ্দেশে ইসরায়েলের সামরিক প্রধান হালেভি বলেছেন, সর্বশেষ এই বিমান হামলার উদ্দেশ্য হচ্ছে (লেবাননে) আপনাদের সম্ভাব্য প্রবেশের জন্য জায়গা তৈরি করা।
ইসরায়েলি সেনাবাহিনী বলছে লেবাননে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছেন তারা, এরই মধ্যে দুই ব্রিগেড রিজার্ভ সৈন্যকে ডাকা হয়েছে।
অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল যদি সংঘাত বাড়ায় তবে সব উপায়ে লেবাননকে সমর্থন করবে ইরান।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইসরায়েলি হামলায় লেবাননে ইতোমধ্যে প্রায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, তারা ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমএম