ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শেষ ভাষণে হ্যারিসকে ‘উগ্র বামপন্থী পাগল’ বলে আক্রমণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
শেষ ভাষণে হ্যারিসকে ‘উগ্র বামপন্থী পাগল’ বলে আক্রমণ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে শেষ ভাষণটি দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসের মঞ্চে সমাপনী ভাষণটি দেন তিনি।

ট্রাম্প তার ভাষণে উপস্থিত সমর্থকদের প্রশ্ন করেন, তারা এখন চার বছর আগের চেয়ে ভালো অবস্থায় আছেন কি না। তার এই প্রশ্নের বিপরীতে র‌্যালিতে উপস্থিত জনতা উচ্চস্বরে না-সূচক জবাব দেন।

এরপর ট্রাম্প বলেন বলেন, আজ রাতে আপনাদেরসহ সব আমেরিকান নাগরিকের প্রতি আমার খুব সহজ বার্তা, আমাদের এমনভাবে বেঁচে থাকতে হবে না।

প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির কমলা হ্যারিসকে আক্রমণ করতেও ছাড়েননি ট্রাম্প। তিনি বলেন, হ্যারিস ‘একজন উগ্র বামপন্থী পাগল’।

একদিনে চারটি (সমাবেশ) করা একটু কঠিন উল্লেখ করে ট্রাম্প বলেন, প্রতিটি সমাবেশে যে সমর্থন তিনি পেয়েছেন, তাতে তার এ পরিশ্রম সার্থক হয়েছে।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা দেরিতে শেষ সমাবেশে পৌঁছান, যা স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা ছিল।

ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি এ নির্বাচনে জয়ী হবেন। তিনি আরও বলেন, এটি আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় বিজয় হবে।

এই একই স্থানে তিনি ২০১৬ ও ২০২০ সালে তার নির্বাচনী প্রচারণা শেষ করেছিলেন।

দুই প্রার্থীই তাদের সমাপ্তি টানেন দেশটির বড় রাজ্যগুলোতে। দেশটির প্রেসিডেন্ট কে হবেন, তা নির্ধারণ করতে এই রাজ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।