ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির

ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির।  

দেশটির গণমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন গিভির ইসরায়েল পুলিশকে নির্দেশ দিয়েছেন মসজিদগুলোকে লাউডস্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার করা থেকে বিরত থাকতে।

এক্সে করা একটি পোস্টে এই উগ্রপন্থী নেতা বলেছেন, “তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে। ”

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিমালায় অনুযায়ী এখন থেকে ইসরায়েলে কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারবে। অনুমতিও দেওয়া হয়েছে পুলিশকে। এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারে আজান দেবে তাদের জরিমানাও করা হবে।

তবে ইসরায়েলের বিরোধীদলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নির্দেশনার নিন্দা জানিয়ে বিরুদ্ধে কথা বলেছেন। তাদের মধ্যে রয়েছেন লেবার পার্টির গিলাদ কারিভ।  

তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। অশান্তি সৃষ্টি না করা পর্যন্ত বেন গিভির থামবেন না। একটি ম্যাচের কাঠিই ব্যারেলে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী। ’

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।