ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি ক্ষমাও চেয়েছেন।

পুতিন এই উড়োজাহাজ দুর্ঘটনাকে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি এ ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে ক্ষমা চেয়েছেন। খবর আল জাজিরার।

আজারবাইজানের রাজধানী বাকু থেকে চেচনিয়ার অঞ্চলের রাজধানী গ্রোজনিতে যাচ্ছিল। কাজাখস্তানের দিকে গিয়ে উড়োজাহাজটি অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়। ৩৮ জন এতে নিহত হয়েছেন।

রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে গ্রোজনির কাছে গুলি চালাচ্ছিল। শনিবার এক বিবৃতিতে ক্রেমলিন এমনটি বলেছে। তবে উড়োজাহাজটিকে আঘাত করার কথা নিশ্চিত করেনি।

ক্রেমলিন বলেছে, রুশ আকাশসীমায় এই দুঃখজনক ঘটনায় ভ্লাদিমির পুতিন ক্ষমা চেয়েছেন। তিনি ভুক্তভোগীদের জন্য গভীর শোক ও সহমর্মিতা জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সময়ে (উড়োজাহাজ দুর্ঘটনা) গ্রোজনি, মোজডক ও ভ্লাদিকাভকাজ ইউক্রেনীয় মানববিহীন ড্রোন আক্রমণের শিকার হচ্ছিল এবং রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব আক্রমণ প্রতিহত করছিল।

উড়োজাহাজটি কীভাবে বিধ্বস্ত হলো তা নিয়ে জল্পনা-কল্পনা চলতে থাকায় আজারবাইজান, কাজাখস্তান ও রুশ কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আজারবাইজানের কর্মকর্তাদের বিবৃতিতে বোঝা যায়, বাকু বিশ্বাস করে বিমানটি মাঝ আকাশে আঘাতপ্রাপ্ত হয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, তাদের কাছে ‘প্রাথমিক ইঙ্গিত’ রয়েছে যে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।

বিশেষজ্ঞরাও আল জাজিরাকে বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলার সময় আতঙ্কিত হয়ে রুশ বিমান প্রতিরক্ষা কর্মকর্তারা খুব সম্ভবত বিমানটিতে আঘাত হেনেছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।