ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১৬, নিখোঁজ ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
লস অ্যাঞ্জেলেসে দাবানলে নিহত বেড়ে ১৬, নিখোঁজ ১৩ লস অ্যাঞ্জেলেসে দাবানল

চারটি ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন এলাকা। এরমধ্যেই শক্তিশালী সান্তা আনা নামক ঝোড়ো বাতাস আবারো তাণ্ডব চালাতে পারে, এমন আশঙ্কায় অগ্নিনির্বাপণকর্মীরা চরম সতর্ক অবস্থায় প্রস্তুতি নিচ্ছেন।

খবর বিবিসির।

দাবানলে নিহত বেড়ে  ১৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাসাডেনার কাছে ইটন দাবানলে ১১ জন এবং প্যালেসেইডস দাবানলে পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১৩ জন।

এদিকে পুলিশ জানায়, অগ্নিনির্বাপণকর্মী সেজে বাড়ি লুট করার অভিযোগে তারা দুজনকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা জানান, চুরি এবং সহযোগিতার নামে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দাবানলে ঘরছাড়া লোকেরা আশ্রয়ের খোঁজে হোটেলে উঠতে চাইছেন, কিন্তু সেখানে নির্ধারিত ভাড়ার চেয়ে অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে। আর বাড়িওয়ালারাও ভাড়ার জন্য অস্বাভাবিক বেশি অর্থ দাবি করছেন।

ক্যাল ফায়ারের দেওয়া তথ্য অনুযায়ী, চারটি দাবানলের মধ্যে সবচেয়ে বড় হলো প্যালেসেইডস দাবানল। এর মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এটি ২৩ হাজার ৬৫৪ একর এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে। এটি মঙ্গলবার প্রথমবারের মতো শুরু হয়।

দ্বিতীয় বৃহত্তম দাবানল হলো ইটন ফায়ার, যা শহরের উত্তরে পাসাডেনা এলাকায় ছড়িয়ে পড়েছে। এটি এখন পর্যন্ত ১৪ হাজার ১১৭ একর এলাকা গ্রাস করেছে এবং ১৫ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আর কেনেথ ফায়ার দাবানল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস ও ভেনচুরা কাউন্টির সীমানায় শুরু হয়। এটি এখন পর্যন্ত এক  হাজার ৫২ একর এলাকাজুড়ে রয়েছে। এর ৯০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সবচেয়ে ছোট দাবানল হলো হার্স্ট ফায়ার। এটি সান ফার্নান্দোর উত্তরে গত মঙ্গলবার রাতে শুরু হয়। দাবানলটি ৭৯৯ একর এলাকাজুড়ে বিস্তৃত। বর্তমানে এর ৭৬ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।