ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের ওপর ১০ শতাংশ শুল্ক, ৫০০ বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
চীনের ওপর ১০ শতাংশ শুল্ক, ৫০০ বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ফেব্রুয়ারির শুরুর দিন থেকেই চীনা পণ্য আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করছেন।

এর আগে তিনি মেক্সিকো ও কানাডাকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ও মাদক আসার সুযোগ করে দেওয়ার জন্য অভিযুক্ত করে দেশ দুটি থেকে আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক বসানোর হুমকি দেন।

চীনের বিষয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসন সঠিক তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা করছে, জানা যাচ্ছে চীন, মেক্সিকো ও কানাডায় ফেন্টানিল (ব্যথা নিরাময়ে, মাদক হিসেবে ব্যবহৃত হয়) পাঠাচ্ছে।

ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নেও শুল্ক আরোপের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, চীন ‘অ্যাবিউজার’। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন খুবই খারাপ আমাদের জন্য।

ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে খুবই খারাপ আচরণ করে। সেজন্যই আমাদের শুল্কের দিকে যেতে হবে। নিজেদের ফিরে পাওয়ার এটাই একমাত্র পথ। ন্যায্যতা পাওয়ার একমাত্র উপায়ও।

এর আগে নিজের নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের অঙ্গীকার করেছিলেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি– স্টারগেট গঠনের ঘোষণা দেন, তখন তার সঙ্গে ছিলেন প্রযুক্তি জগতের বড় নাম স্যাম অল্টম্যান ও ল্যারি এলিসন। আরও ছিলেন জাপানের টেক টাইকুন মাসাইয়শি সন।

ডোনাল্ড ট্রাম্প জানান, এই কোম্পানি ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোয়। এতে করে এক লাখ নতুন চাকরি তৈরি হবে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।