ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান-ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান-ফিলিপাইন

চীনের ক্রমবর্ধমান আধিপত্যের বিরুদ্ধে নিজেদের শক্তি বৃদ্ধিতে সম্মত হয়েছে জাপান-ফিলিপাইন।

দেশটি জাপানের সঙ্গে সামরিক শক্তিবৃদ্ধিতে একটি চুক্তি করেছে।

এর মাধ্যমে তারা চীনের আধিপত্য রুখে দেওয়ার চেষ্টা করবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফিলিপাইন সফরে এসে দেশটির প্রতিরক্ষা সচিব গিলবার্তো থিওডোরোর সঙ্গে সামরিক শক্তিবৃদ্ধির চুক্তি সই করেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল নাকাতানি।

পরে একটি সংবাদ সম্মেলনে যোগ দেন নাকাতানি। সেখানে তিনি বলেন, এই অঞ্চলে (জাপান ও ফিলিপাইন) শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বর্তমানের উদ্বেগজনক পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত অংশীদার হিসেবে ইন্দো-প্রশান্ত মহাসাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আমরা একমত হয়েছি।

দক্ষিণ চীন সাগরের প্রায় ৯০ শতাংশ দাবি করা চীনের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বরাবরই সোচ্চার জাপান ও ফিলিপাইন। বিশ্বের অন্তত এক-তৃতীয়াংশ বাণিজ্যিক জাহাজ চলাচল করে এই রুটে। অথচ এ রুটের আরও দাবিদার ফিলিপাইন, ভিয়েতনাম, তাইওয়ান, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের মতো দেশ।

২০১৬ সালে চীনের আধিপত্যের বিরুদ্ধে করা এক মামলায় রায় দিয়েছিলেন হেগের একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তাতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগর নিয়ে বেইজিংয়ের করা দাবির কোনো আইনি যৌক্তিকতা নেই। পরে আন্তর্জাতিক আদালতের এ রায়কে অবৈধ বলে অভিহিত করে বেইজিং।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।