ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

নেপালে শক্তিশালী ভূমিকম্প 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪১, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
নেপালে শক্তিশালী ভূমিকম্প 

শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে হিমালয় কন্যা নেপালে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১।

নেপালের পাশাপাশি ভারতের পাটনা এবং বিহারের আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার রাত ২টা ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়) এ ভূমিকম্প আঘাত হনে।  

ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল।  

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা কম্পনের মাত্রা ৬.১ জানালেও ইউএসজিএস জানিয়েছে কম্পনের মাত্রা ৫.৫।

প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।