ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
ট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকাসহ (ভিওএ) যুক্তরাষ্ট্রের অর্থায়ন করা আরও কয়েকটি গণমাধ্যমের সাংবাদিকদের ছুটিতে পাঠিয়েছে। দীর্ঘদিন ধরে চলা এসব গণমাধ্যমকে রাশিয়া ও চীনের অপপ্রচার মোকাবিলায় গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো।

ভিওএ, রেডিও ফ্রি এশিয়া, রেডিও ফ্রি ইউরোপসহ অন্যান্য গণমাধ্যমের শত শত কর্মী একটি ই-মেইল পেয়েছেন, যাতে জানানো হয় যে তারা অফিসে প্রবেশ করতে পারবেন না এবং তাদের প্রেস পাস ও অফিস থেকে পাওয়া সরঞ্জাম জমা দিতে হবে।

ট্রাম্প প্রশাসন কিছু সংস্থাকে তাদের কাজ অনেকটা কমিয়ে দিতে বলেছে। এসব সংস্থার মধ্যে কয়েকটি খুব বেশি পরিচিত নয়। যেমন- জাদুঘর ও গ্রন্থাগারে সহায়তা দেওয়া একটি সংস্থা, গৃহহীনদের সহায়তা দেওয়া আরেকটি সংস্থা। এটি মূলত সরকারি ব্যয় কমানোর জন্য করা হয়েছে।

শুক্রবার রাতে প্রকাশিত ওই নির্দেশনায় বলা হয়, প্রেসিডেন্ট যেসব ফেডারেল সংস্থাকে অপ্রয়োজনীয় মনে করেন, সেগুলো সীমিত করার প্রক্রিয়া এই আদেশের মাধ্যমে অব্যাহত রাখা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ভয়েস অব আমেরিকার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে তিনি এর পরিচালক হিসেবে সাবেক সংবাদ উপস্থাপক ক্যারি লেককে বেছে নিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক লেক প্রায়ই মূলধারার গণমাধ্যমকে ট্রাম্প-বিরোধী পক্ষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।

ভয়েস অব আমেরিকা অনলাইন, রেডিও ও টেলিভিশনে ৪০টিরও বেশি ভাষায় সম্প্রচার করে। এটি যুক্তরাষ্ট্রের গ্লোবাল মিডিয়া সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত।
সংস্থাটি রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি এবং রেডিও ফ্রি এশিয়াকেও অর্থ দেয়।

শনিবার ভয়েস অব আমেরিকার এক হাজার ৩০০ জনের বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়। এর একদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদমাধ্যমটিকে অর্থ দেওয়া মূল প্রতিষ্ঠানকে কার্যত অকার্যকর করার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।