ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী দুই ইসরায়েলির মা তার দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে আগ্রহী নয়।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে এক তরফা যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালানোর প্রেক্ষাপটে বন্দী ডেভিড ও অ্যারিয়েল কুনিওর মা বলেন, গাজায় ইসরায়েলের নতুন করে হামলা শুরু করার পর তিনি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছেন, কারণ তিনি জানেন না এরপর কী হতে পারে।
ইসরায়েলি পত্রিকা মারিভকে তিনি বলেন, আমি তাদের কাছে যুদ্ধ থামানোর জন্য কাকুতি-মিনতি করেছি, কিন্তু তারা শোনেনি। আমার মনে হচ্ছে নেতানিয়াহুর সরকারের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে এবং তারা বন্দিদের ফিরিয়ে আনতে চায় না। অন্তত আমি তাই অনুভব করছি।
তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কোনো মমতা নেই এবং তিনি গাজায় আরও ইসরায়েলি সেনার জীবন বিপন্ন করতেও পিছপা নন।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নীর ওজ বসতি থেকে অ্যারিয়েল কুনিও এবং তার বড় ভাই ডেভিডকে অপহরণ করে। অপহরণের সময় অ্যারিয়েল তার দীর্ঘদিনের প্রেমিকা আর্বেল ইয়াহুদ-এর সঙ্গেও ছিলেন, যাকে এ বছরের জানুয়ারিতে মুক্তি দেওয়া হয়।
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নতুন করে নৃশংস হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০৪ জনে দাঁড়িয়েছে। চলমান যুদ্ধবিরতি আকস্মিক ভঙ্গ করে দখলদার বাহিনীর এই নজিরবিহীন হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় চলছে।
রোজার মধ্যে এই বিমান হামলার কারণে গাজার নিরীহ লোকজন হতবিহ্বল হয়ে পড়েছেন। উপত্যকার বিভিন্ন স্থানে যেন রক্তের নহর বয়ে গেছে। নিরীহ শিশুদের লাশের সারি সামনে রেখে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ-বাতাস।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৫
এমএম