ইয়েমেনে হুতি লক্ষ্যবস্তুতে হামলা না চালাতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি যুক্তরাষ্ট্রের ওপর ছেড়ে দিতে বলেছে ওয়াশিংটন।
একটি সূত্রের বরাতে বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।
ওই সূত্রটি জানায়, ওয়াশিংটন থেকে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে— ‘এটি (হুতি লক্ষ্যবস্তুতে হামলা) আমাদের ওপর ছেড়ে দাও’।
গত বৃহস্পতিবার ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা দুই মাসের মধ্যে প্রথমবারের মতো তেল আবিব ও জেরুজালেম অঞ্চলকে লক্ষ্যবস্তু বানানো হলো। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করে এবং সেগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি।
জেরুজালেম পোস্ট জানায়, তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন ১৪ জন। হামলার সময় শহরজুড়ে সতর্কতা সাইরেন বাজতে শুরু করে। নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। নিরাপদ এলাকায় যাওয়ার সময় আহত হয় ওই ১৪ জন।
এ হামলার পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তারা ইয়েমেনে হামলার বিষয়ে আলোচনা করছেন। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েল আপাতত পাল্টা জবাব দেবে না, যুক্তরাষ্ট্রের অনুরোধ মেনে চলবে নেতানিয়াহু প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদা বন্দরে হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান, এই হামলা ইরানের প্রতি একটি বার্তা।
আরেক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ বাহিনীর হামলা ‘কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহ’ পর্যন্ত চলতে পারে এবং এতে হুতিদের রাডার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিট লক্ষ্যবস্তু হবে।
ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীকে ‘সম্পূর্ণরূপে নির্মূল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে আবারো ইরানকে হুতি গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
তবে যুক্তরাষ্ট্রের হামলা ও হুঁশিয়ারির পরও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো বন্ধ করবে না বলে জানিয়েছে হুতি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে হুথি নেতা জামাল আমের বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে এবং মার্কিন সামরিক চাপ তাদের অবস্থান পরিবর্তন করবে না।
বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসএএইচ