ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

আন্তর্জাতিক

আগুনে বিদ্যুৎ বিভ্রাট, হিথ্রো বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আগুনে বিদ্যুৎ বিভ্রাট, হিথ্রো বিমানবন্দর বন্ধ

বিদ্যুৎ বিভ্রাটের কারণে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর শুক্রবার মধ্যরাত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী।

খবর আল জাজিরার।

ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর হিথ্রো জানায়, বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন লাগায় তারা বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েছে। এ কারণেই তারা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

এক্স হ্যান্ডলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হিথ্রো বিমানবন্দর শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে।  

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। যাত্রীদের অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটর‍্যাডার২৪ জানায়, বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব অন্তত এক হাজার ৩৫১টি ফ্লাইটের ওপর পড়বে। ১২০টি ফ্লাইটকে অন্যত্র অবতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

হিথ্রোর এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, আমরা যাত্রীদের বিমানবন্দরে আসা ঠেকানোর চেষ্টা করছি এবং এয়ারলাইন সংশ্লিষ্টদের সঙ্গে বিলম্বিত, স্থানান্তরিত বা বাতিল হওয়া ফ্লাইট নিয়ে কাজ করছি।

হিথ্রো প্রায় ৯০টি দেশ ও অঞ্চলের ২০০-এর বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে। গত বছর এটি রেকর্ড ৮৪ মিলিয়ন যাত্রী পরিবহন করে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।