যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি দোকানে গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বাবা-মেয়ে। হত্যায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতদের নাম - প্রদীপ প্যাটেল (৫৬) ও তার উর্মি (২৪)। তারা মূলত ভারতের গুজরাটের মেহসানার বাসিন্দা। তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।
রোববার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মার্চ) প্রদীপ প্যাটেল ও তার মেয়েকে উর্মিকে এক ব্যক্তি গুলি করে হত্যা করা হয়। আততায়ীর নাম জর্জ ফ্রেজিয়ার ডেভন ওয়ার্টন। গুলির পর প্রদীপ ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন উর্মি শনিবার (২২ মার্চ) মারা যান। পুলিশ হোয়ার্টনকে গ্রেপ্তার করেছে।
প্রদীপের কাকা চান্দু প্যাটেল বলেন, ‘২০ মার্চ ভোর ৫টায় প্রতিদিনের মতো নিজের দোকান খুলতেই এক ব্যক্তি ভেতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। ’
প্রদীপ মেহসানার কানোদা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এবং তার পরিবার ২০১৯ সালে ভিজিটর ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে তিনি একটি দোকান পরিচালনা করতেন। গত চার মাস আগে বর্তমান দোকানের দায়িত্ব নেন।
প্রদীপের পরিবারে স্ত্রী, বিবাহিত দুই মেয়ে এবং কানাডায় বসবাসকারী এক ছেলে রয়েছে।
এদিকে বাবা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্রে ভারতীয়-আমেরিকান সম্প্রদায়ের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এসএএইচ