ঢাকা, সোমবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৭ এপ্রিল ২০২৫, ০৮ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নেতানিয়াহুর সমালোচনায় সরব বিরোধী নেতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
নেতানিয়াহুর সমালোচনায় সরব বিরোধী নেতা

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা বেনি গান্তজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। খবর আল জাজিরার।

তিনি নেতানিয়াহুর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদের বিষয়ে অবহেলার অভিযোগ এনেছেন।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, অপহৃত ৫৯ জন নারী-পুরুষ আজ কষ্টে হামাসের টানেলে দিন কাটাচ্ছেন।  

গান্তজ আরও লেখেন, ইসরায়েলের দিকে চারদিক থেকে রকেট ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, অথচ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জেনারেল সিকিউরিটি সার্ভিসে (শিন বেত) নিজের ব্যক্তিগত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

গান্তজ আরও লেখেন, ইসরায়েলের জনগণ এমন একজন প্রধানমন্ত্রী চান, যিনি নিজের স্বার্থ নয়—দেশের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।

গত মাসে প্রধানমন্ত্রী নেতানিয়াহু শিন বেত প্রধান রোনেন বারকে বরখাস্ত করেন। তিনি জানান, ৭ অক্টোবরের হামলার পর থেকে রোনেন বারের প্রতি তিনি আর আস্থা রাখতে পারছেন না।

এই সিদ্ধান্তের ফলে সরকারের ভেতরে বিভেদ সৃষ্টি হয় এবং দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।  

সমালোচকদের দাবি, এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি পদক্ষেপ, কারণ শিন বেত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছিল।

পরে ইসরায়েলের সর্বোচ্চ আদালত এক আদেশে রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করে।

বাংলাদেশ সময়: 0১৪০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।