গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, ইসরায়েলের ‘ভয়াবহ গণহত্যা’র পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা রয়েছে।
ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি এমনটি বলেছে।
হামাস দাবি করেছে, গাজার তুফফাহ এলাকা থেকে শুরু করে রাফা, খান ইউনিস ও দেইর এল-বালাহতে ইসরায়েলি বাহিনীর শিশুদের ওপর সহিংসতা ও গণহত্যা একটি চলমান ধ্বংসযুদ্ধের অংশ।
তারা বলছে, ট্রাম্প প্রশাসন সরাসরি দায়ী, কারণ এই ভয়াবহ হত্যাযজ্ঞের পেছনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সহায়তা রয়েছে।
হামাস মনে করে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের যুদ্ধাপরাধ চালানোর জন্য রাজনৈতিক ও সামরিক সমর্থন দিচ্ছে।
গোষ্ঠীটি বলছে, ‘গাজার শিশুদের প্রতি তাদের মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করে তাদের রক্তপাত বন্ধ করতে আমরা জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) কাছে জরুরি আবেদন জানাচ্ছি। ’
হামাস বলেছে, আরব ও ইসলামি দেশগুলোসহ বিশ্ব সম্প্রদায়ের সামনে একটি জরুরি কাজ রয়েছে। তা হলো এই ধ্বংসযুদ্ধ বন্ধ করা।
বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএইচ