রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ৩০ ঘণ্টার এক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, তবে সেটি শেষ হওয়ার আগেই ইউক্রেন ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী প্রায় তিন হাজার বার তা লঙ্ঘন করেছে।
অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। পাশাপাশি তারা কিয়েভের বিরুদ্ধে শত শত ড্রোন দিয়ে হামলা এবং গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তবে বিবিসি এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
এদিকে যুদ্ধ শেষ করার পক্ষে জোরালো অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আশা করছি রাশিয়া ও ইউক্রেন এই সপ্তাহেই একটি সমঝোতায় পৌঁছাবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।
রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে দক্ষিণের ক্রিমিয়া উপদ্বীপ—যেটি মস্কো ২০১৪ সালে দখল করে নিয়েছিল।
২০২২ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে সব পক্ষ মিলিয়ে আনুমানিক কয়েক লাখ লোক নিহত বা আহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই সৈনিক। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন যখন একটি পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়, তখন মস্কো এর জবাবে অনেক শর্তের একটি তালিকা তুলে ধরে।
শনিবার রুশ প্রেসিডেন্ট পুতিন ঘোষণা দেন, মস্কোর সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত সব ধরনের সংঘাত বন্ধ থাকবে। কিয়েভও জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে।
তবে রোববার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সেদিন রাশিয়া মোট ১,৮৮২ বার গোলাবর্ষণ করেছে, যার মধ্যে ৮১২ বার ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে—এ তথ্য ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কির রিপোর্টে উঠে এসেছে।
জেলেনস্কি আরও বলেন, সবচেয়ে ভারী গোলাবর্ষণ ও হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর পোকরোভস্কের আশপাশে। দোনেৎস্ক অঞ্চলের শহরটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সরবরাহ কেন্দ্র।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএইচ