ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কয়েক মার্কিন কংগ্রেস সদস্যের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
কয়েক মার্কিন কংগ্রেস সদস্যের ওপর চীনের পাল্টা নিষেধাজ্ঞা

হংকং নিয়ে অত্যন্ত আপত্তিকর আচরণের কারণে কয়েক মার্কিন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

খবর রয়টার্সের।

গত মাসে চীন ও হংকংয়ের ছয় কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় এই নিষেধাজ্ঞার খবর এলো। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র নিন্দা জানান।
 
হংকং-সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো ভুল পদক্ষেপ নিলে চীন তার জবাবে কঠোর ও পাল্টা প্রতিক্রিয়া দেখাবে বলে জানিয়েছেন গুয়ো জিয়াকুন।  

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছে। একদিকে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক আরোপ করছে। চীন আবার যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে। চলমান বাণিজ্যযুদ্ধের মধ্যেই নতুন এই নিষেধাজ্ঞার খবর এলো।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।