ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ পদক্ষেপ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সিন্ধু নদীর পানি চুক্তি বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পাঁচটি পদক্ষেপ নিয়েছে দিল্লি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিং করে এসব সিদ্ধান্ত জানানো হয়।

সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল ছাড়াও অন্য চারটি পদক্ষেপ হলো, পাকিস্তানের কোনো নাগরিককে ‘সার্ক ভিসা’ দেওয়া হবে না; পাকিস্তানের সঙ্গে ভারতের আটারি সীমান্ত বন্ধ থাকবে, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়া হবে; পাকিস্তানের নাগরিকদের দেওয়া ভারতের ভিসা বাতিল হবে এবং তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।

এর মধ্যে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিতে সই করেছিলেন।

এই চুক্তির ফলে চিরবৈরী দুই দেশের মধ্য দিয়ে প্রবহমান সিন্ধু নদীর উপকার উভয়পক্ষই ভোগ করছিল। এই চুক্তি বাতিলের ফলে ভাটিতে থাকা পাকিস্তানের নদী তীরবর্তী অঞ্চল মারাত্মক সংকটে পড়তে পারে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতের বিভিন্ন মহলের সন্দেহের তীর যাচ্ছে পাকিস্তানের দিকে। যদিও পাকিস্তানের কর্মকর্তারা ঘটনার নিন্দা জানিয়েছেন, একইসঙ্গে এসব ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপানোরও প্রতিবাদ জানিয়েছেন।

ভারতের সংবাদমাধ্যমগুলো সেদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বরাতে বলছে, হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ) দায় স্বীকার করেছে। যদিও অন্য গণমাধ্যমে এ খবর এখনো সেভাবে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ