ইউরোপের দক্ষিণ ও পূর্বাঞ্চলের জঙ্গলে তীব্র গরম ও মানুষের লাগানো আগুন দাবানলে রূপ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলমান তীব্র তাপদাহে স্পেন, ফ্রান্স, পর্তুগাল, গ্রিস, তুরস্ক এবং পূর্ব ইউরোপের একাধিক দেশে নতুন করে ছোট ছোট আগুন ছড়িয়ে পড়ছে।
শুক্রবার (১৫ আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের তথ্যমতে, গত কয়েকদিনে প্রচণ্ড গরম ও আগুনে এখন পর্যন্ত একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। পুড়ে গেছে ১ হাজারের বেশি হেক্টর বনভূমি। ইউরোপীয় ইউনিয়ন বলছে, পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে।
স্পেনের ১৪ জঙ্গলে আগুন, গ্রেপ্তার ২
শুক্রবার পর্যন্ত স্পেনের ১৪টি জঙ্গলে আগুন লাগার খবর পাওয়া গেছে । অগ্নিসংযোগের অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ । গালিসিয়া, কাস্তিলা ও লেওনসহ উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে গেছে। আগুনের ধোঁয়া ও তীব্র গরমে কয়েক সপ্তাহে দেশটিতে ৭ জন মারা গেছেন। শতাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। আগুনের কারণে কিছু অঞ্চলে ট্রেন চলাচল ও মহাসড়ক বন্ধ রয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে স্পেন সরকার ইউরোপিয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম সক্রিয় করেছে।
পর্তুগালের ৭ জঙ্গলে আগুন
পর্তুগালের সমুদ্রতীরবর্তী অঞ্চলে বর্তমানে সাতটি বড় আগুন লাগার খবর পাওয়া গেছে। দেশটির মধ্য ও উত্তরাঞ্চলে আগুনের প্রকোপ বেশি। ত্রানকোসো এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় কিছু গ্রাম খালি করে ফেলার খবর পাওয়া গেছে। পর্তুগিজ সরকার রোববার পর্যন্ত উত্তরাঞ্চলে জাতীয় জরুরি সতর্কতা জারি রেখেছে। পর্তুগালও ইউরোপিয় ইউনিয়নের সহায়তা চেয়েছে।
গ্রিসের দ্বীপ ও পাহাড়ি এলাকায় আগুন
গ্রিসের কিওস দ্বীপেও আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে দেশটির দমকল বাহিনী বিমান ও হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। রাজধানী এথেন্সের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও আগুনের খবর পাওয়া গেছে। পাট্রাস দ্বীপে আগুনের শঙ্কায় কয়েকশ মানুষকে নৌকায় করে উদ্ধার করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। গ্রীসেও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউরোপীয় কমিশন বলছে, এ বছর আগুন মোকাবিলায় তারা গত বছরের সমপরিমাণ সহায়তা এরই মধ্যেই পাঠিয়েছে। ফ্রান্স, স্লোভাকিয়া, হাঙ্গেরিসহ একাধিক দেশ তাদের বিমান ও ফায়ার টিম ইউরোপের দক্ষিণাঞ্চলে পাঠিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগুনের প্রকোপ ও বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। তীব্র তাপদাহ ও খরার মতো আবহাওয়া এই আগুনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।
জেএইচ