ইরানের হরমোজগান প্রদেশের শাহিদ রাজাইয়ে বন্দরে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। প্রাথমিক ভাবে ৪ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল।
তাছাড়া প্রাথমিক খবরে ৫৫০ আহতের খবর আসলেও এই সংখ্যা এখন ১ হাজার ছাড়িয়ে গেছে।
২৭ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এসব তথ্য জানিয়েছে।
বিস্ফোরণটি এতটাই তীব্র ছিল যে এতে, বন্দরের প্রশাসনিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং অনেক যানবাহন ভেঙে চুরমার হয়ে গেছে।
এর আগে বিস্ফোরণ ঘটনার কয়েকটি ফুটেজ ও ছবি সোশ্যাল মিডিয়াসসহ আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল। ফুটেজগুলোতে দেখা গেছে, বিস্ফোরণের সময় লোকজন বন্দর থেকে পালিয়ে যাচ্ছেন এবং অনেকেই রাস্তায় আহত অবস্থায় পড়ে আছেন। ভবন ও কয়েকটি দেয়ার ধসে পড়েছে।
একটি ফুটেজে দেখা গেছে, কনটেইনার টার্মিনাল সাইটে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে যে, ঘাটগুলো ওপর দিয়ে কালো ধোঁয়ার বিশাল মেঘ উড়ছে।
বন্দরের কাস্টমস অফিস এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত দাহ্য এবং রাসায়নিক পদার্থ সংরক্ষণের ডিপোতে আগুন লাগার কারণে এই ঘটনার সূত্রপাত হয়েছে।
একটি বিশ্লেষক সংস্থা জানিয়েছে, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কনটেইনারগুলোতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহারের জন্য আনা জ্বালানি ছিল।
আরও:
>>ইরানের বন্দরে বিস্ফোরণে কী ইসরায়েল জড়িত?
>>ইরানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪, আহত শত শত
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এমএম
বাংলাদেশ সময়: ৬:৪১ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /