ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, এপ্রিল ২৮, ২০২৫
১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত

পাহেলগাম হামলার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে ভারত। দেশটির সরকারি সূত্র বলছে, এই চ্যানেলগুলো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছিল এবং ভারতের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছিল।

 

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন।

নিষিদ্ধ চ্যানেলগুলোর তালিকায় আছে জিও নিউজ, ডন, রফতার, বল নিউজ, এআরওয়াই নিউজ, সমা টিভি ও সুনো নিউজ-এর ইউটিউব চ্যানেল। একইসঙ্গে জনপ্রিয় সাংবাদিক মুনীব ফারুক, ওমর চিমা, আসমা শিরাজি ও ইর্শাদ ভাট্টির ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছে। এছাড়া উজাইর ক্রিকেট, দ্য পাকিস্তান রেফারেন্স, রাজি নামা ও সমা স্পোর্টস-এর চ্যানেলও নিষিদ্ধ হয়েছে। এছাড়া তালিকায় নাম না থাকলেও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও ভারত থেকে দেখা যাচ্ছে না বলে জানা গেছে।  

সব মিলিয়ে এই চ্যানেলগুলোর প্রায় ৬ কোটি ৩০ লাখ সাবস্ক্রাইবার ছিল।

সরকারি কর্মকর্তাদের দাবি, এসব প্ল্যাটফর্ম ভারতের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়াচ্ছিল। পাহেলগামের মর্মান্তিক ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে যখন উত্তেজনা চরমে, তখন এই সিদ্ধান্ত নেওয়া হলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।