ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরাকান রাজ্যের স্কুলে জান্তা বাহিনীর বোমা হামলা, নিহত ১৮

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, সেপ্টেম্বর ১২, ২০২৫
আরাকান রাজ্যের স্কুলে জান্তা বাহিনীর বোমা হামলা, নিহত ১৮

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

রাখাইন (আরাকান) রাজ্যের আরাকান সেনাবাহিনী-নিয়ন্ত্রিত কিয়াউকতাও শহরের থায়াত তাবিন গ্রামে জান্তা বাহিনী একটি বেসরকারি আবাসিক স্কুলে এ বোমা হামলা চালায়।

২০২১ সালে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিগত সশস্ত্র সংঘর্ষ চলছে।  

তবে, জান্তা সরকার এ বছরের শেষের দিকে ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।