ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পোপ সাজার ছবি পোস্ট করে সমালোচনার শিকার ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, মে ৪, ২০২৫
পোপ সাজার ছবি পোস্ট করে সমালোচনার শিকার ট্রাম্প এআই দিয়ে বানানো ছবিতে পোপের সাজে ডোনাল্ড ট্রাম্প

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ক্যাথলিকদের শোক তখনো কাটেনি। ঠিক এমন সময়ে সামনে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোপ সাজার এক ছবি।

হোয়াইট হাউসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের পোপ সাজার ছবিটি পোস্ট করা হয়। পরে জানা যায়, সত্যি সত্যিই ট্রাম্প পোপ সাজেননি। ছবিটি তৈরির ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়।

শুক্রবার রাতে ট্রাম্পের যে ছবি পোস্ট করা হয়, তাতে দেখা যায়, ঐতিহ্যগতভাবে একজন বিশপ গায়ে যে সাদা ক্যাসক এবং মাথায় সুচালো মাইটার পরিধান করেন, তিনিও সেটিই পরেছেন। তার গলায় একটি বড় ক্রুশ, মুখে গম্ভীর অভিব্যক্তি আর আঙুল উপরের দিকে তুলে ধরা। অবশ্য দিন কয়েক আগেই ট্রাম্প সাংবাদিকদের অনেকটা মজার ছলেই বলেছিলেন, তিনি পোপ হতে চান।  

পোপ সাজার নতুন ছবি প্রকাশের পর নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স ট্রাম্পের বিরুদ্ধে ধর্ম বিশ্বাস নিয়ে উপহাস করার অভিযোগ এনেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির তীব্র সমালোচনা করেছেন বামপন্থী ইতালিয়ান সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জিও। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প পোপতন্ত্রকে নিয়ে মজা করেছেন, হোয়াইট হাউস এমন সব বিষয় নাকচ করে দিয়েছে।

পোপের মৃত্যুর পর অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছিল হোয়াইট হাউস। ওই পোস্টে বলা হয়েছিল, শান্তিতে ঘুমান, পোপ ফ্রান্সিস।  

পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচনের জন্য বুধবার থেকে ভ্যাটিকান একটি সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা যান। পোপ ষোড়শ বেনেডিক্ট পদত্যাগ করার পর ২০১৩ সালের মার্চে তিনি নির্বাচিত হয়েছিলেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।