ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে হামলায় ভারতকে ‘সমর্থন’ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, মে ৭, ২০২৫
পাকিস্তানে হামলায় ভারতকে ‘সমর্থন’ ইসরায়েলের ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার। ফাইল ফটো

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে ভারতের ‘অপারেশন সিন্দূর’ সামরিক অভিযান বিষয়ে মন্তব্য করেছে ইসরায়েল।  

ভারতের বন্ধুপ্রতীম ইসরায়েলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেছেন, ভারতের আত্মরক্ষার অধিকার আছে।

ভারতের আত্মরক্ষার অধিকারকে ইসরায়েল সমর্থন করে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘সন্ত্রাসীদের অবশ্যই জানতে হবে যে, নিরীহ মানুষের ওপর বর্বরতার পর তাদের লুকানোর জন্য কোনো আশ্রয়স্থল নেই। ’

হামলার বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘পাকিস্তান ও পাকিস্তানশাসিত জম্মু ও কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানো হয়েছে। অন্যদিকে সন্ত্রাসী শিবিরে হামলার যে দাবি ভারত করেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।  

ভারতের হামলাকে ‘কাপুরুষোচিত’ বলেছে ইসলামাবাদ। পাকিস্তানও ভারতে হামলা চালিয়েছে, দাবি নয়াদিল্লির। ভারতের সেনাবাহিনী দাবি করেছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ-রাজৌরি এলাকায় কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান।

পাকিস্তানে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন।  

উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে আন্তোনিও গুতেরেস বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বহন করতে পারে না।  

এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।