ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পুরো এলাকা ছেয়ে যায় ধোঁয়ায়, সবখানে ছিল ভয় আর আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, মে ১০, ২০২৫
পুরো এলাকা ছেয়ে যায় ধোঁয়ায়, সবখানে ছিল ভয় আর আতঙ্ক

ভারত শাসিত জম্মু শহরের রেহারি কলোনিতেও পাকিস্তান হামলা চালিয়েছে। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়।

স্থানীয়রা বিবিসিকে জানান, হামলায় বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়ির জানালা ভেঙে গেছে।

তারা বলেন, প্রথমবারের মতো শহরের প্রাণকেন্দ্রের একটি আবাসিক এলাকাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রাকেশ গুপ্ত বিবিসিকে বলেন, একটি বিকট বিস্ফোরণের শব্দ হয় এবং পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়।  

তিনি বলেন, সর্বত্র ভয় ও আতঙ্কের পরিবেশ ছিল। পাকিস্তান কেন সাধারণ মানুষের ওপর আক্রমণ করছে?

বিবিসিকে জানানো হয়েছে, হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ঘটনাস্থলে যান। যুদ্ধবিমানের চলাচল দেখে তিনি পরে সরে যান।

এরপর বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং লোকজনকে এলাকা ছেড়ে যেতে বলা হয়।

এদিকে ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসেবে পাকিস্তান অপারেশন বুনইয়ান-উন-মারসুস শুরু করেছে।

ভারত আর পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে হামলা হয়েছে।  

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।