ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রাকৃতিক দুর্যোগে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শনিবার (১০ মে) সকাল ১০টা ৮ মিনিটে পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হিন্দুকুশ পর্বতশ্রেণিতে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার গভীরে। কম্পনের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছে রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া অঞ্চলের বিভিন্ন এলাকায়। আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি এবং উত্তর ওয়াজিরিস্তানসহ বহু জেলাতেই কেঁপে ওঠে ভূমি।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে পাকিস্তান একটি ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত। দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এ ধরনের কম্পন প্রায়শই অনুভূত হয়।
উল্লেখ্য, ২০১৫ সালে একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: জিও নিউজ
এমজে