ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে ‘জয় পাকিস্তান’ স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ার বিপাকে

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪২, মে ১৫, ২০২৫
বেঙ্গালুরুতে ‘জয় পাকিস্তান’ স্লোগান দিয়ে ইঞ্জিনিয়ার বিপাকে হোয়াইটফিল্ড, বেঙ্গালুরু। ছবি সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড আবাসিক এলাকায় ‘জয় পাকিস্তান’ স্লোগান দেওয়ার অভিযোগে ২৫ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

অভিযুক্ত শুভাংশু শুক্লা ছত্তিশগড়ের বাসিন্দা এবং চার বছরের বেশি সময় ধরে ওই এলাকায় পেইং গেস্ট হিসেবে বসবাস করছিলেন।

ভারতীয় পুলিশ জানায়, শুক্লার বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।  

তবে শুক্লা দাবি করেছেন, তার আসল উদ্দেশ্য পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়া ছিল না। যদিও পুলিশ এখনও তার এই দাবি গ্রাহ্য করেনি।

ঘটনাটি ঘটে ১০ মে রাতে, যখন কিছু স্থানীয় বাসিন্দা পুলিশের জরুরি সেবা নম্বরে ফোন করে জানায়, এক যুবক পাকিস্তানের পক্ষে স্লোগান দিচ্ছেন। সঙ্গে সঙ্গে হোয়সালা টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছে শুক্লাকে আটক করে।

পরে স্থানীয়রা পুলিশের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় শুভাংশু ‘জয় পাকিস্তান’ বলে স্লোগান দিচ্ছেন। এরপর তাকে হোয়াইটফিল্ড থানায় নিয়ে যাওয়া হয় এবং গ্রেপ্তার করা হয়।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে শুক্লা বলেন, ‘আমি ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যে খুশি হয়ে প্রথমে ‘জয় ভারত, জয় ভারত’ বলে চিৎকার করছিলাম। কিন্তু কেউই কোনও প্রতিক্রিয়া দেখায়নি। হতাশ হয়ে ভাবলাম, যদি আমি ‘জয় পাকিস্তান’ বলি, তাহলে হয়তো লোকজন কিছু বলবে। তাই সেটাই বলি।

এক তদন্তকারী কর্মকর্তা বলেন, শুক্লা প্রথমে ‘জয় ভারত’ বলেছিলেন কিনা, আমরা নিশ্চিত নই। কেউ তখন রেকর্ড করেনি। কিন্তু যখন তিনি ‘জয় পাকিস্তান’ বলেন, তখন ভিডিও করা হয়।   

পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।