মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির প্রকাশ্য মন্তব্য তার দেশের পরিস্থিতি আরও খারাপ করছে।
রোববার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জেলেনস্কির সমালোচনা করে ট্রাম্প বলেন, তিনি ইউক্রেন সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলছেন।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন না দেওয়ার অভিযোগ করেন জেলেনস্কি। তার দাবি, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান রাশিয়ার উপকারে আসছে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি ক্ষমতায় থাকলে রাশিয়া-ইউক্রেন সংঘাত কখনই শুরু হত না। তিনি চলমান সংঘাতকে জেলেনস্কি, পুতিন এবং জো বাইডেনের যুদ্ধ বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, আমি কেবল সেই বড় এবং ভয়ঙ্কর আগুন নেভাতে সাহায্য করছি, যা চরম ঘৃণা দিয়ে শুরু হয়েছে।
রাশিয়ার সর্বশেষ বিমান হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ ইউক্রেনের পশ্চিমা সমর্থকদের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন জেলেনস্কি। তিনি মস্কোর ওপর চাপ বাড়ানো এবং নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান। তারপরই ট্রাম্প জেলেনস্কির সমালোচনা করলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কুরস্ক অঞ্চলে সফর করছিলেন, তখন তাকে বহনকারী হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার বিমান প্রতিরক্ষা কমান্ডার ইউরি দাশকিন ওই তথ্য দেন।
তারপরই গত মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে ইউক্রেনজুড়ে শত শত ড্রোন দিয়ে আক্রমণ চালায় রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের ওই হামলার উদ্দেশ্য স্থায়ী সমাধানের লক্ষ্যে শান্তি আলোচনাকে ব্যাহত করা।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে কিয়েভে একটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, একটি রাডার নজরদারি কেন্দ্র এবং একটি মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সফল আক্রমণের খবর দেয়। মস্কো বারবারই দাবি করে, তারা কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আক্রমণ চালায় না।
এমএইচডি/আরএইচ