ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরান ইস্যুতে এক কৌশল, নেতানিয়াহুকে ট্রাম্পের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, মে ২৭, ২০২৫
ইরান ইস্যুতে এক কৌশল, নেতানিয়াহুকে ট্রাম্পের বার্তা ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর (হোমল্যান্ড সিকিউরিটি) দায়িত্বে থাকা ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পৌঁছে দিয়েছেন।  

ট্রাম্পের ওই বার্তায় বলা হয়েছে —ইরান ইস্যুতে দুই দেশের একই কৌশলে এগিয়ে যাওয়া উচিত।

সোমবার ইসরায়েল সফর শেষ করে নোয়েম ফক্স নিউজকে বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ছিল বেশ খোলামেলা।  

রোমে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরমাণুবিষয়ক পঞ্চম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এর কয়েক দিন পর নোয়েমের এমন মন্তব্য সামনে এলো।  

ক্রিস্টি নোয়েম বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সেখানে পাঠান যেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে এই আলোচনার অগ্রগতি এবং ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব নিয়ে কথা বলতে পারি। এই প্রক্রিয়াকে এগোতে দেওয়া খুব গুরুত্বপূর্ণ।

রোববার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে।

 তিনি সাংবাদিকদের বলেন, আমরা ইরানের সঙ্গে কিছু খুব, খুব ভালো আলোচনা করেছি। আমি জানি না, আগামী দুই দিনের মধ্যে ভালো-মন্দ কোনো খবর দিতে পারব কি না। তবে আমার মনে হচ্ছে, আমি ভালো কিছুই বলব।

এরইমধ্যে সিএনএন একটি প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানায়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরমাণু আলোচনা চলতে থাকলেও ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।