ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন প্রেসিডেন্ট বেছে নিতে দক্ষিণ কোরিয়ায় ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, জুন ৩, ২০২৫
নতুন প্রেসিডেন্ট বেছে নিতে দক্ষিণ কোরিয়ায় ভোট চলছে ভোট দিচ্ছেন এক ভোটার

দক্ষিণ কোরিয়ায় ভোটাররা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন। গত ডিসেম্বর মাসে সামরিক আইন জারি করার ব্যর্থ চেষ্টার কারণে সাবেক প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল।

 

সর্বশেষ মতামত জরিপে দেখা গেছে, দক্ষিণ কোরিয়ায় নির্বাচনে বিরোধী দলের প্রার্থী লি জে-মিয়ং জনপ্রিয়তায় এগিয়ে আছেন। তিনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। অন্যদিকে, সরকারদলীয় পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু তার চেয়ে পিছিয়ে রয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৬টা থেকে (বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায়) এবং চলবে রাত ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা)।

পাঁচ কোটি ২০ লাখ জনসংখ্যার এ দেশে ভোটার প্রায় চার কোটি ৪৪ লাখ। এরইমধ্যে প্রবাসী কোরিয়ানরা তাদের ভোট দিয়ে ফেলেছেন, আর আগাম ভোট নেওয়া হয় গত বৃহস্পতিবার ও শুক্রবার।

দুই প্রার্থী লি জে-মিয়ং ও কিম মুন-সু গত বৃহস্পতিবারই ভোট দিয়ে ফেলেন। আগাম ভোটে উৎসাহ দিতে দুজনই তাদের সমর্থকদের আগেভাগে ভোট দেওয়ার আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৭ লাখ মানুষ, যা মোট ভোটারের ২২ দশমিক ৯ শতাংশ। রাজধানী সিউলে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ২১ দশমিক ৯ শতাংশ।

আরএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।