ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৭, জুলাই ৩, ২০২৫
গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ১১৮ ইসরায়েলি হামলার পর মুস্তফা হাফেজ স্কুলের ধ্বংসাবশেষের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ

গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১৮ ফিলিস্তিনি নিহত এবং ৫৮১ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

 

নিহতদের মধ্যে ১২ জন ত্রাণপ্রার্থী রয়েছেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণকেন্দ্রগুলোতে গিয়েছিলেন। খবর আল জাজিরার।

গত ২৭ থেকে এ পর্যন্ত মোট ৬৫২ ত্রাণপ্রার্থী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। আর আহত হয়েছেন চার হাজার ৫৩৭ জন।

ফিলিস্তিনে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ দেশগুলোকে ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং বাণিজ্য ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন।  

হামাস জানিয়েছে তারা সাময়িক যুদ্ধবিরতির নতুন প্রস্তাব নিয়ে আলোচনা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে জানিয়েছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৫৭ হাজার ১৩০ জন নিহত এবং এক লাখ ৩৪ হাজার ৫৯২ জন আহত হয়েছেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।