মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত কর ও ব্যয় সংক্রান্ত বিলে সই করেছেন, যা তার প্রধান নীতিগত অগ্রাধিকারগুলোকে আইনে পরিণত করেছে।
ট্রাম্পের ভাষায় ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ নামে পরিচিত এই বিস্তৃত বিলটি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় কাটছাঁট এবং জাতীয় ঋণ অনেক বাড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের মধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে।
বিলটি নিয়ে সর্বসাধারণের সমর্থনও কমে গেছে, সাম্প্রতিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।
তবুও স্বাধীনতা দিবস উদযাপনের দিনে হোয়াইট হাউসে এক জমকালো অনুষ্ঠানে ট্রাম্প বিলটিতে সই করেন। অনুষ্ঠানে বিমান বাহিনীর বি-২ বোমারু বিমানের ফ্লাইওভার দিয়ে সূচনা হয়, যেটি সম্প্রতি ইরানে হামলায় ব্যবহৃত হয়েছিল।
ট্রাম্প বলেন, এই দু’সপ্তাহে আমরা শুধু জয়, জয় আর জয় দেখেছি। তিনি ২০২৪ সালের নির্বাচনে তার বিজয়ের কথাও তুলে ধরে বলেন, আমেরিকান জনগণ আমাদের একটি ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে।
বিল সইয়ের সময় পাশে ছিলেন রিপাবলিকান স্পিকার মাইক জনসন ও প্রতিনিধি স্টিভ স্ক্যালিসসহ অন্যান্য নেতারা।
অন্যদিকে, ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চাক শুমার এই বিলকে ‘প্রতারণা’ বলে আখ্যা দিয়ে বলেন, ‘এই বিল স্বাধীনতা নয়, এই বিল বিশ্বাসঘাতকতা। ’
মার্কিন রাজনৈতিক অঙ্গনে বিলটি নিয়ে দ্বিধা ও বিতর্ক এখনো তীব্রভাবে অব্যাহত রয়েছে।
এমএম