মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী ১ আগস্ট থেকে কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার নিজের ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে জানান, নতুন শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং কানাডা পাল্টা পদক্ষেপ নিলে এই হার আরও বাড়ানো হবে।
সপ্তাহজুড়ে ট্রাম্প এরকম ২০টির বেশি দেশকে উদ্দেশ করে এমন চিঠি পাঠিয়েছেন। এসব চিঠির মাধ্যমে তিনি বিভিন্ন দেশের বিরুদ্ধে তার বাণিজ্যযুদ্ধের হুমকি জারি রেখেছেন।
অথচ এর আগেও ট্রাম্প ও কার্নির মধ্যে উষ্ণ সম্পর্কের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। গত ৬ মে কার্নি হোয়াইট হাউজ সফর করেন এবং ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেন।
এরপর কানাডায় অনুষ্ঠিত জি-৭ সম্মেলাতেও তারা ফের সাক্ষাৎ করেন, যেখানে ট্রাম্পের কাছে বাণিজ্যযুদ্ধ থেকে সরে আসার আহ্বান জানান নেতারা।
বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সব দেশকে আলাদা করে চিঠি পাঠানোর দরকার নেই। আমরা আমাদের শুল্কহার নির্ধারণ করছি। বাকি দেশগুলোকে আমরা জানিয়ে দেব যে, ২০ শতাংশ বা ১৫ শতাংশ—যেটাই হোক, সবাইকে শুল্ক দিতে হবে।
সম্প্রতি তিনি জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো মিত্রদের ওপরও নতুন শুল্ক আরোপ করেছেন,।
আরএইচ