অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দক্ষিণ গাজার রাফাহর উত্তর-পশ্চিমে আল-শাকুশ এলাকায় মানবিক সহায়তার অপেক্ষায় থাকা ১০ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।
ফিলিস্তিনি গণমাধ্যম ও চিকিৎসা সূত্রে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি।
অন্যদিকে, অধিকৃত পশ্চিম তীরের উত্তর রামাল্লায় ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা এক তরুণ ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সঙ্গে হেবরনের কাছে সাইর শহরের একটি পাহাড়ে তাঁবু খাটিয়ে নতুন একটি অবৈধ বসতি গড়ে তোলার প্রস্তুতিও নিচ্ছে তারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৩ বছর বয়সী সাইফ আল-দিন কামেল আবদুল করিম মুসলাতকে সিনজিল শহরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে।
আল-খালিলের (হেবরন) উত্তরের সাইর এলাকায়, স্থানীয় বাসিন্দা ও ভূমির মালিক বাসসাম আল-কাওয়াসমির বরাতে জানা যায়, অবৈধ বসতি স্থাপনকারীরা জাবাল আল-হাদিব পাহাড়ে একটি তাঁবু স্থাপন করেছে। স্থানীয়দের মতে, এটি নতুন একটি বসতি চৌকি স্থাপনের সূচনা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৫৭,৮২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ৬১টি মৃতদেহ পৌঁছেছে এবং আহত হয়েছেন ২৩১ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৭,৮৮৭ জনে।
তারা আরও জানায়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না।
এমএম