ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পশ্চিম তীরে অভিযানে অর্থ জব্দ, শিশু আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, আগস্ট ২৭, ২০২৫
পশ্চিম তীরে অভিযানে অর্থ জব্দ, শিশু আহত

দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অভিযানে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ১৫ লাখ শেকেল (৪৪৭,০০০ ডলার) জব্দ করা হয়েছে। অভিযানের সময় গুলিতে ১৩ বছর বয়সী শিশুসহ অনেকেই আহত হয়।

খবর আল জাজিরার।

পুলিশ জানায়, হামাসের কাছে পাঠানো অর্থ তারা রামাল্লাহ শহরের একটি মানি এক্সচেঞ্জের দোকান থেকে জব্দ করেছে। নিরাপত্তা বাহিনী বিদেশি ও স্থানীয় মুদ্রা মিলিয়ে মোট ১৫২৮,৮৩২ শেকেল জব্দ করেছে, যার মধ্যে ইউএস ডলার, জর্ডানিয়ান দিনার, ইউরো এবং অন্যান্য বিদেশি মুদ্রা রয়েছে।

দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েল নিয়মিত অভিযান চালায়, তবে রামাল্লাহতে তা খুব কম।

এদিকে, জাতিসংঘ মানবাধিকার তথ্যমতে, গাজার হামলা শুরু হওয়ার পর থেকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৯৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক্স পোস্টে জাতিসংঘের সংস্থা গত সপ্তাহে আল-মুঘাইয়ির গ্রামে ইসরায়েলি অভিযানের কথা উল্লেখ করে ফিলিস্তিনিদের ওপর চলমান দমন ও জোর প্রয়োগের আরেকটি উদাহরণ হিসেবে আখ্যায়িত করে।

স্থানীয় কাউন্সিলের প্রধান বলেন, গত সপ্তাহে ইসরায়েলি সেনারা রামাল্লাহর কাছে এক গ্রামে প্রায় তিন হাজার জলপাই গাছ নষ্ট করেছে।

এসআরএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।