যুক্তরাষ্ট্রের একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
সোমবার (১৪ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে এ হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ অগ্নিকাণ্ডকে ‘একটি অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করে ফল রিভার শহরের ফায়ার চিফ জেফ্রি বেকন বলেন, স্থানীয় সময় রোববার রাত ৯টা ৫০ মিনিটে গ্যাব্রিয়েল হাউজে আগুন লাগে। পরে তা দ্রুতই আশপাশে ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়ায় ভরে যায় চারপাশ।
ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকর্মীরা দেখতে পান, ভবনের ভিতরে অনেক বাসিন্দা আগুনের মধ্যে আটকে পড়েছেন। আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৭০ জন বাসিন্দা ছিলেন।
নিহত নয়জনের মধ্যে কেউ ঘটনাস্থলে, আবার কেউ কেউ হাসপাতালে নেওয়ার পর মারা যান। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।
ফল রিভারের মেয়র পল কুগান বলেন, ভবনটিতে অগ্নি-নির্বাপন ব্যবস্থা থাকলেও আগুনটি ভবনের একটি উইংয়ে সীমাবদ্ধ ছিল এবং ধোঁয়া তিনতলা ভবনটির পুরো অংশে ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, ‘আমেরিকায় প্রতিদিন আগুনের চেয়ে ধোঁয়াতেই বেশি মানুষের মৃত্যু হয়। এই ঘটনার শিক্ষা হলো—স্মোক ডিটেক্টর বাজলে দেরি না করে সঙ্গে সঙ্গে সাড়া দিতে হবে, কারণ ধোঁয়া খুবই বিপজ্জনক। ’
আরআইএস