ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ভোর থেকে গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৬  

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, জুলাই ১৮, ২০২৫
ভোর থেকে গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৬  

ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শুক্রবার ভোর থেকে অন্তত ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার মেডিকেল সূত্রে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিদিনের আহতের চাপ সামাল দিতে না পেরে ইতিমধ্যে গাজার স্বাস্থ্যব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ডাক্তাররা বাধ্য হচ্ছেন বাছাই করে চিকিৎসা দিতে, কে বাঁচবে, কে অপেক্ষায় থাকবে।

সর্বশেষ হামলায় গাজা শহরের তুফাহ এলাকায় তিনজন নিহত হন। এর আগে উত্তর গাজার জাবালিয়া আন-নাজলায় এক বিমান হামলায় মারা যান আরও পাঁচজন।

সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা গেছে দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে। একসময় যেটিকে "নিরাপদ অঞ্চল" ঘোষণা করা হয়েছিল, সেই জায়গায় বাস্তুচ্যুতদের তাবুতে ইসরায়েলি হামলায় আগুন ধরে যায়। এতে অন্তত পাঁচজন প্রাণ হারান, যাদের মধ্যে শিশু রয়েছে। আল-মাওয়াসি একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে।

নিহতদের মধ্যে আরও ছয়জন রয়েছেন, যারা মানবিক সহায়তা পাওয়ার আশায় লাইনে দাঁড়িয়ে ছিলেন।

আহত শিশুদের খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়েছে। আজ অনেকে ড্রোন হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই ড্রোন মিসাইলগুলোতে পেরেক, ধাতব টুকরো ও শার্পনেল থাকে, যা বিস্ফোরণের সময় দেহে ঢুকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায়।  ভিড়ের জায়গা, বাজার ও পানি সংগ্রহের লাইনের মতো জায়গাগুলোকে টার্গেট করে এই ধরনের হামলা এখন বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েল দাবি করছে তারা উন্নত প্রযুক্তির নির্ভুল অস্ত্র ব্যবহার করছে, বাস্তবে হতাহতের সংখ্যা ইসরায়েলের সেই দাবিকে মিথ্যে প্রমাণ করছে।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।