গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় রোববার (২০ জুলাই) অন্তত ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অনেকেই খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
মিডল ইস্ট আই-এর খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজার খান ইউনুস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে বোমা হামলা চালায়। এতে এক শিশুসহ সাতজন ফিলিস্তিনি নিহত হন, আহত হন আরও বেশ কয়েকজন।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের ফলে এখন পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ৮৯৫ জন, আর আহত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৮০ জন। নিহতদের বড় একটি অংশ নারী ও শিশু।
জাতিসংঘের তথ্য মতে, গাজার শিশুদের ওপর অপুষ্টির মারাত্মক প্রভাব পড়ছে। মার্চ থেকে জুনের মধ্যে ইউএনআরডব্লিউএ-এর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চালানো পরীক্ষায় পাঁচ বছরের নিচে প্রায় ৭৪ হাজার শিশুর মধ্যে ৫,৫০০ জনকে গুরুতর অপুষ্টিতে ভোগা অবস্থায় পাওয়া গেছে। এরমধ্যে ৮০০ শিশু রয়েছে ‘চরম ঝুঁকিপূর্ণ’ অবস্থায়।
জাতিসংঘ বলছে, গাজার পরিবারগুলো এখন বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি, যেখানে শিশুরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে এবং অনেকেই খাদ্য সহায়তা পৌঁছানোর আগেই মারা যাচ্ছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে গাজার দেইর আল-বালাহ এলাকার বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের স্থানত্যাগের নির্দেশ দিয়েছে।
এসআইএস