ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৮, জুলাই ৩০, ২০২৫
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৭ জন নিহত

রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন কয়েদি ও একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

জাপোরিঝঝিয়ায় একটি কারাগারে হামলায় ১৬ জন নিহত হন। দিনিপ্রোপেত্রোভস্কে হাসপাতালে হামলায় তিনজন নিহত হন, যাদের একজন অন্তঃসত্ত্বা নারী। .

খারকিভের একটি দোকানে হামলায় আরও পাঁচজন মারা যান। ওডেসা, খেরসন ও অন্যান্য এলাকায়ও হতাহতের ঘটনা ঘটে।

ইউক্রেন দাবি করেছে, রাশিয়া এক রাতে ৩৭টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, এর মধ্যে ৩২টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার রোস্তভ অঞ্চলে একজন নিহত ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া ইউক্রেন ৬০ বছরের বেশি বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দিয়ে একটি আইন পাস করেছে।  

উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করছে, তবে এ যুদ্ধে হাজারো বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।