ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, জুলাই ৩১, ২০২৫
গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত অর্ধশতাধিক ত্রাণ সংগ্রহ করতে গিয়ে হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে

গাজার উত্তরাঞ্চলে খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবারের ওই হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত ও ৪০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি হাসপাতাল।

 

ভিডিও ফুটেজে দেখা যায়, জিকিম ক্রসিংয়ের কাছে হামলার ঘটনার পর হতাহতদের ঠেলাগাড়িতে করে গাজা সিটির আল-শিফা হাসপাতালে নেওয়া হচ্ছে।

গাজার হামাস-নিয়ন্ত্রিত বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ত্রাণ সহায়তা বহনকারী ট্রাকের আশেপাশে জড়ো হওয়া জনতার ওপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা কেবল ‘সতর্কতা হিসেবে গুলি’ ছুড়েছিল এবং কোনো হতাহতের বিষয়ে তারা অবগত নয়।

এদিকে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। হামাসের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক পদক্ষেপ বিবেচনায় রাখছেন তারা। কারণ গত সপ্তাহে যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি  নিয়ে আলোচনা স্থগিত হয়ে গেছে।

তিনি বিতর্কিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোও পরিদর্শন করবেন বলে জানা গেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার অপুষ্টিজনিত কারণে আরও সাতজনের প্রাণ গেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত অপুষ্টিজনিত মৃত্যু  দাঁড়িয়েছে ১৫৪ জনে।

একদিন আগেই জাতিসংঘ-সমর্থিত বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ২১ লাখ মানুষের এই অঞ্চলে দুর্ভিক্ষের সর্বোচ্চ আশঙ্কা এখন বাস্তবে রূপ নিচ্ছে।

জাতিসংঘ সংস্থাগুলোও বলেছে, গাজায় ইচ্ছাকৃতভাবে সৃষ্ট দুর্ভিক্ষ চলছে এবং এর জন্য তারা ইসরায়েলকেই দায়ী করেছে, কারণ গাজায় সব ধরনের রসদের প্রবেশাধিকার ইসরায়েলের নিয়ন্ত্রণে।  

তবে ইসরায়েল দাবি করেছে, তারা কোনো সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে না এবং গাজায় দুর্ভিক্ষ চলছে না।

আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বৃহস্পতিবার বিবিসিকে বলেন, জিকিম এলাকায় নিহত ৫৪ জনের মরদেহ এবং আহত ৪১২ জনকে তারা পেয়েছেন।

হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা বুধবার রাতে এএফপি-কে জানায়, জিকিম এলাকায় ত্রাণের জন্য অপেক্ষারত জনতার ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালালে অন্তত ৩০ জন নিহত হয়।

প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের ফিল্ড হাসপাতাল ও আল-কুদস হাসপাতাল একই ঘটনায় ছয়জন নিহত ও ২৭৪ জন আহত ফিলিস্তিনিকে পেয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৬০ হাজার ১৩৮ ফিলিস্তিনির প্রাণ গেছে।

আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।