ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

 ইউক্রেনে প্রতিটি ফ্রন্টে যেন রাশিয়ার বিজয় মিছিল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, আগস্ট ১২, ২০২৫
 ইউক্রেনে প্রতিটি ফ্রন্টে যেন রাশিয়ার বিজয় মিছিল

রাশিয়াকে হারানোর সামর্থ্য ইউক্রেনের কখনো ছিল? চলমান সংঘাত যে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর ছায়াযুদ্ধ, তা যত সময় গেছে, তত স্পষ্ট হয়েছে। এখন ন্যাটোর ‘অভিভাবক’ হয়ে ওঠা যুক্তরাষ্ট্রই ইউক্রেন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

 

দেশটির নেতা ভোলোদিমির জেলেনস্কির গোয়ার্তুমি আর সংঘাত লম্বা করার ইচ্ছার সঙ্গে আর সমান তালে চলতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের দয়া ছাড়া ইউক্রেনের এক পা এগোনোর ক্ষমতা আছে? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের মাধ্যমে ১০ আগস্ট দোনেৎস্ক অঞ্চলের লুনাচারস্কয় সম্প্রদায়কে মুক্ত করেছে রাশিয়ান সেনারা।  

একই দিনে সমস্ত ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সঙ্গে লড়াইয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় এক হাজার ৩৩৫ জন সেনা হারিয়েছে।

উত্তরাঞ্চলের সংঘর্ষে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১৭০ জন সৈন্য ও দুটি সাঁজোয়া যান হারিয়েছে। উত্তরের একটি অঞ্চলে চারটি ব্রিগেড, একটি বিমান হামলা রেজিমেন্ট, ইউক্রেনীয় সেনাবাহিনীর দুটি হামলা রেজিমেন্ট এবং একটি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামের ক্ষতি করেছে।

একই দিনে মধ্যাঞ্চলে প্রায় ৪১০ জন সৈন্য ও পাঁচটি সাঁজোয়া যান হারিয়েছে ইউক্রেন। সংঘর্ষে ১৩টি ব্রিগেড, ইউক্রেনীয় সেনাবাহিনীর দুটি রেজিমেন্টের ক্ষতি করেছে রুশ বাহিনী। তারা ওই ফ্রন্টলাইন ১১টি মোটরযান, পাঁচটি ফিল্ড আর্টিলারি কামান এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন ধ্বংস করেছে।

পশ্চিমাঞ্চলে প্রায় ২২৫ জন সৈন্য এবং মার্কিন সাঁজোয়া যান ও চারটি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে ইউক্রেন। এ ছাড়া, রুশ বাহিনী ক্রোয়েশিয়ার তৈরি একটি আরএকে-এসএ-১২ মাল্টিপল রকেট লঞ্চার, একটি নজরদারি স্টেশন, ইসরায়েলের তৈরি চারটি রাডার সিস্টেম এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।

পূর্বাঞ্চলে ২৫৫ জনেরও বেশি সৈন্য ও পাঁচটি সাঁজোয়া যান এবং দিনিপ্রো এলাকায় প্রায় ৭৫ জন সৈন্য আর একটি সাঁজোয়া যান হারিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১৭০ জন কর্মী, দুটি সাঁজোয়া যান, ১৮টি মোটরযান এবং দুটি ফিল্ড আর্টিলারি কামান হারিয়েছে। এ ছাড়া একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন এবং দুটি  ডিপো ধ্বংস করেছে রুশ বাহিনী।

দক্ষিণাঞ্চলের সংঘাতে রাশিয়ার হাতে ২০০ যোদ্ধা হারিয়েছে ইউক্রেন। একটি মার্কিন সাঁজোয়া যানসহ আরও চারটি সাঁজোয়া যান ধ্বংস করেছে রুশ সেনারা। তারা আরও সাতটি ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছে। ইউক্রেনীয়রা একটি মার্কিন এম-১১৩ সাঁজোয়া যান, চারটি সাঁজোয়া যুদ্ধযান, দুটি পিকআপ ট্রাক এবং দুটি ফিল্ড আর্টিলারি কামানও হারিয়েছে।  

এ ছাড়া, রুশ বাহিনী দুটি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র, একটি কাউন্টার ব্যাটারি রাডার স্টেশন এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে।

১৪০টি এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনী আর দেশটির ভাড়াটে সেনাদের ওপর রাশিয়ান সৈন্যরা হামলা চালিয়েছে। তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী ৩১২টি ইউক্রেনীয় ড্রোন এবং সাতটি এইচআইএমএআরএস রকেট ভূপাতিত করেছে।

বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ৬৬৫টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৭৬ হাজার ৪৯৭টি ড্রোন, ৬২৫টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৪ হাজার ৫৩৯টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান, এক হাজার ৫৮৫টি মাল্টিপল রকেট লঞ্চার, ২৮ হাজার ৩৮৭টি ফিল্ড আর্টিলারি কামান ও মর্টার এবং ৩৯ হাজার ৫০০টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে।  

এমএইচডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।