ইসরায়েলি সেনারা পরিকল্পিত স্থল আক্রমণের প্রথম ধাপ শুরু করার পর ফিলিস্তিনিরা গাজা সিটির কিছু অংশ থেকে পালাচ্ছেন। শহরটির কর্মকর্তারা এমনটি জানাচ্ছেন।
টানা কয়েকদিনের তীব্র বোমাবর্ষণ ও গোলাবর্ষণের পর ইসরায়েলি সেনারা শহরের উপকণ্ঠে অবস্থান নিয়েছে। এই শহর এবং এর আশেপাশে ১০ লাখের বেশি ফিলিস্তিনি বাস করেন।
এমন পরিস্থিতিতে ইসরায়েল সংকেত দিতে চায় যে তারা আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও গাজা সিটির সম্পূর্ণ অংশ দখলের পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে।
গাজা সিটির জয়তুন ও সাবরা এলাকার শত শত ফিলিস্তিনি শহরের উত্তর-পশ্চিম অংশে চলে গেছে।
একজন সামরিক মুখপাত্র বলেন, সেনারা ইতোমধ্যেই জয়তুন ও জাবালিয়া এলাকায় আক্রমণের জন্য ভিত্তি তৈরি করতে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ মঙ্গলবার এই হামলার অনুমোদন দিয়েছেন। এটি নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
ইসরায়েলের অনেক মিত্র তাদের পরিকল্পনার নিন্দা জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বুধবার সতর্ক করে বলেছেন এটি শুধুমাত্র উভয় জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে এবং পুরো অঞ্চলকে স্থায়ী যুদ্ধের চক্রে ঠেলে দিতে পারে।
গত মাসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে পরোক্ষ আলোচনা ভেস্তে যাওয়ার পর ইসরায়েল সরকার পুরো গাজা উপত্যকা দখলের ইচ্ছার কথা জানায়।
আরএইচ