ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ গাজার ওপর পূর্ণ অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন। তার দাবি, এতে হামাস যোদ্ধারা অনাহার-তৃষ্ণায় মারা যাবে এবং ধাপে ধাপে গাজা ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি তার কথিত ‘গাজা জয়ের পরিকল্পনা’ প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাদের উচিত গাজা সিটি ও কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোকে যুদ্ধক্ষেত্র ঘোষণা করা, যেন ভেতরে কেবল হামাস যোদ্ধারাই থেকে যায় এবং ক্ষুধা ও তৃষ্ণায় মারা যায়।
তার পরিকল্পনা অনুযায়ী, হামাসকে অস্ত্র সমর্পণের শেষ আল্টিমেটাম দেওয়া হবে। তারা অস্বীকৃতি জানালে ইসরায়েল দ্রুত সামরিক অভিযান চালিয়ে অবশিষ্ট সশস্ত্র ইউনিট ধ্বংস করবে। এ ছাড়া সব মানবিক সহায়তা ইসরায়েলের নিয়ন্ত্রণে এনে হামাসকে অর্থ ও সমর্থন থেকে বিচ্ছিন্ন করার কথাও বলেন স্মোটরিচ।
তিনি গাজাকে ধাপে ধাপে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান। এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদ করার প্রস্তাব রয়েছে।
স্মোটরিচ দাবি করেন, এসব পদক্ষেপ ইসরায়েলের নিরাপত্তা, ভবিষ্যৎ প্রজন্ম এবং ইহুদি ও পশ্চিমা বিশ্বের জন্য জরুরি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে গাজায় অন্তত ৬৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং জনগণ দুর্ভিক্ষের মুখে পড়েছে।
গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
আরএইচ