ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় আরও ২১ ফিলিস্তিনির প্রাণ গেছে। ভোরে উপত্যকার বিভিন্ন স্থানে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এর মধ্যে ইসরায়েল ঘোষিত তথাকথিত ‘মানবিক এলাকা’ দক্ষিণের আল-মাওয়াসিতে পাঁচজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজা সিটি দখলে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটি যুদ্ধের ‘নতুন ও বিপজ্জনক একটি ধাপের’ ইঙ্গিত দিচ্ছে।
এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তবে গাজা উপত্যকা ধাপে ধাপে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া উচিত।
ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদ ও উপকূলীয় এই ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। এই নিয়ন্ত্রণ পরিকল্পনায় ইসরায়েলি প্রচেষ্টার সাম্প্রতিকতম উদ্যোগ এটি।
অন্যদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের রাস আন-নাকুরা এলাকায় দুই লেবাননি সৈন্যকে হত্যা করেছে। দেশটি দাবি করেছে, হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাঠানো একটি ড্রোনের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে।
২০২৩ সালের পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬২ হাজার ৯৬৬ জন নিহত হয়েছেন এবং এক লাখ ৫৯ হাজার ২৬৬ জন আহত হয়েছেন।
আরএইচ