ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গাজায় খাদ্য সহায়তায় দাঁড়িয়ে থাকা ১৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ৬৩ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, আগস্ট ৩১, ২০২৫
গাজায় খাদ্য সহায়তায় দাঁড়িয়ে থাকা ১৩ ফিলিস্তিনিকে হত্যা, নিহত বেড়ে ৬৩ হাজার

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের অব্যাহত হামলায় নতুন করে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (৩১ আগস্ট) ভোরেই হত্যা করা হয়েছে ২০ জনকে।

নিহতদের মধ্যে ১৩ জন ছিলেন সাধারণ মানুষ, যারা ত্রাণ সহায়তা নিতে এসেছিলেন। খবর আল জাজিরার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর গাজা দখলের পরিকল্পনা এগিয়ে নিতে ইসরায়েল হামলা আরও তীব্র করেছে। এতে করে উত্তরাঞ্চল ও আশপাশের অঞ্চল ছেড়ে এক মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি জীবন বাঁচাতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৬৩ হাজার ৩৭১ জন নিহত এবং ১ লাখ ৫৯ হাজার ৮৩৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

এদিকে, ইয়েমেনের রাজধানী সানায়ায় ইসরায়েলি হামলায় দেশটির প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ীসহ মন্ত্রিসভার কয়েকজন কর্মকর্তা নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এ ঘটনার পর হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এসআরএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।